জাতীয় পরিচয় পত্র যাচাই | NID Card Verification 2023

ভূমিকা:

 

জাতীয় পরিচয় পত্রের অপর নাম এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড এবং ন্যাশানাল আইডি কার্ড ইত্যাদি।

 

একজন প্রাপ্ত বয়স্ক নাগরিকের জন্য জাতীয় পরিচয় পত্র একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।

এই ডকুমেন্টের মাধ্যমে সরকারি-বেসরকারি যে কোনো ধরণের নাগরিক সেবা নিশ্চিত করা যায়।

 

অনেকে অনলাইনে Fake NID Maker Tool দিয়ে বিভিন্ন নামে নকল NID Card তৈরি করে থাকে।

 

এই সকল ফেইক জাতীয় পরিচয়পত্র খুব সহজেই NID Card Verification করার মাধ্যমে চিহ্নিত করা যায়।

কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

(NID Card Verification) করবেন তার সকল খুঁটিনাটি বিষয় এই ব্লগে উপস্থাপন করা হয়েছে।

 

 

জাতীয় পরিচয় পত্র যাচাই | NID Card Verification:

 

জাতীয় পরিচয় পত্রের অপর নাম এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড এবং ন্যাশানাল আইডি কার্ড ইত্যাদি।

 

একজন প্রাপ্ত বয়স্ক নাগরিকের জন্য জাতীয় পরিচয় পত্র একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই ডকুমেন্টের মাধ্যমে সরকারি-বেসরকারি যে কোনো ধরণের নাগরিক সেবা নিশ্চিত করা যায়।

 

অনেকে অনলাইনে Fake NID Maker Tool দিয়ে বিভিন্ন নামে নকল NID Card তৈরি করে থাকে।

 

এই সকল ফেইক জাতীয় পরিচয়পত্র খুব সহজেই NID Card Verification করার মাধ্যমে চিহ্নিত করা যায়।

 

আবার মোবাইল এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায়।

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে যে সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন তা হলোঃ

 

 

✔ ব্যক্তির নাম
✔ ব্যক্তির ছবি বা পিকচার
✔ পিতার নাম
✔ মাতার নাম
✔ জন্মতারিখ (বয়স)
✔ বর্তমান ঠিকানা
✔ স্থায়ী ঠিকানা ইত্যাদি।

আরো দেখুন

 

জাতীয় পরিচয়পত্র যাচাই করণ পদ্ধতি:

 

জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায় বিভিন্ন উপায়ে। তারমধ্যে যেমন – মোবাইল এসএমএস (OTP), বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ইত্যাদি।

অনলাইনের মাধ্যমে আপনার জাতীয় ভোটার আইডি কার্ড যাচাই করার জন্য আপনার হাতের স্মার্টফোনটিই যথেষ্ট।

এজন্য আপনার যা যা প্রয়োজন হবে তা হলোঃ –

  • একটি সচল মোবাইল নাম্বার
  • এন আইডি কার্ড নাম্বার
  • জন্ম তারিখ ইত্যাদি।

    জাতীয় পরিচয় পত্র যাচাই | NID Card Verification 2023

    জাতীয় পরিচয় পত্র যাচাই | NID Card Verification 2023

 

মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই:

 

 

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক বা যাচাই করার জন্য আজ আমরা ৪ টি ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করবো। এর ৪ টির যে কোনোটি অনুসরণ করে আপনি আপনার এন আইডি কার্ড চেক করে নিতে পারবেন।

 

 

SMS এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই:

 

 

মোবাইলে SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই বা অনুসন্ধান করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NID<Space>FROM NO<Space>dd-mm-yyyy এবং এটি পাঠিয়ে দিন 105 এই নাম্বারে।

 

নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই:

 

 

আরো দেখুন

 

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য এন আইডি কার্ডের নাম্বার,

 

জন্মতারিখ ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পদ্ধতি খুবই সহজ।

রেজিস্ট্রেশন করা হয়ে আপনাকে ওয়েবসাইটের ডেশবোর্ড নিয়ে যাবে। যেখানে আপনার জাতীয় পরিচয় পত্রের বিস্তারিত বিষয়াদি দেখতে পারবেন।

 

এই ওয়েবসাইটের একটি বৈশিষ্ট্য হলো আপনার ভোটার আইডি কার্ডটি যদি ফেইক হয়, তাহলে ওয়েবসাইটে রেজিস্ট্রেশনই নেবে না।

 

আর আপনার আইডি কার্ড আসল হলে সাথে সাথেই রেজিস্ট্রেশন নিয়ে নেবে।

জাতীয় পরিচয় পত্র যাচাই | NID Card Verification 2023

জাতীয় পরিচয় পত্র যাচাই | NID Card Verification 2023

 

App দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই:

 

 

আরো দেখুন

 

Online GD নামক মোবাইল অ্যাপটি প্রথমেই google Play store থেকে আপনার মোবাইলে ইনিস্টল করে নিন এবং ইন্টারনেট চালু অবস্থায় অ্যাপটি ওপেন করুন।

 

অ্যাপটি ওপেন হলে আপনার আইডি কার্ডের নাম্বার ও জন্মতারিখ দিয়ে যাচাই করুন বাটনে চাপলেই আইডি কার্ডের কিছু তথ্য দেখতে পাবেন।

 

Online GD অ্যাপ এর মাধ্যমে ব্যক্তির নাম ও ছবি, পিতার নাম, মাতার নাম এবং জন্মতারিখ সরাসরি দেখতে পাবেন।

 

porichoy.gov.bd থেকে ভোটার আইডি কার্ডচেক:

 

 

 

এটি বাংলাদেশের সরকারি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অতি সহজেই NID Card Verification করে নিতে পারবেন।

 

এজন্য প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে https://porichoy.gov.bd/ ওয়েবসাইট।

 

তারপর ওয়েবসাইটটিতে কিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা খুবই সহজ।

এটি real-time identity verification এর জন্য একটি gateway হিসেবে কাজ করে।

 

অর্থাৎ, এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ব্যক্তিকে চিহ্নিত করা যায় এন আইডি কার্ড যাচাই বা জাতীয় পরিচয় পত্র যাচাই এর মাধ্যমে।

 

যাইহোক, এই ওয়েবসাইটটি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মতই তথ্য প্রদান করে।

 

তবে এটি এন আইডি কার্ড যাচাই করার জন্য তুলনামূলক সহজও বটে।

 

porichoy.gov.bd ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে ‌nid check:

 

 

 

অন্যদিকে আপনি যদি বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র হচ্ছে

 

বা অনুসন্ধান করার চেষ্টা করেন তাহলে সে ক্ষেত্রে অবশ্যই ফেস ভেরিফিকেশনের জন্য এন আইডি কার্ডের মালিক কে সাথে থাকা লাগবে।

 

অন্যদিকে এ পদ্ধতিতে করতে চাইলে আপনাকে মালিকের সাথে থাকা লাগবে না।

আপনি যখন এই অ্যাপসটার এক্সেস নিবেন সে ক্ষেত্রে আপনি কোন প্রকারের দ্বিধাবো ছাড়াই চেক করে নিতে পারবেন আইডি কার্ড।

 

তবে এই এফের এক্সেস যাকে তাকে দেওয়া হবে না সে ক্ষেত্রে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিবর্গ কিংবা প্রতিষ্ঠান হতে হবে।

 

সেগুলো আসল কিনা যাচাই করে এই অ্যাপ গুলোর মাধ্যমে।

 

সুতরাং এই এফের এক্সেস নেওয়ার জন্য চাইলে আপনি ‌porichoy.gov.bd সম্পর্কিত বিভিন্ন ভিডিও আর্টিকেল‌‌ পড়ে আসতে পারেন।

আপনি যদি porichoy.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন বিষয়াদি পড়ে আসেন পলিসি ইত্যাদি তাহলে অনেকগুলো বুঝা আসবে কিভাবে কি করতে হয়।

 

তো আমরা পরবর্তী পদ্ধতি এস এম এস এর মাধ্যমে কিভাবে করতে হয় এ বিষয়টি জেনে আসি।

 

 

এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই:

 

 

 

এসএমএস এর মাধ্যমে করার জন্য ‌nid sms format হচ্ছে মেসেজ অপশনে গিয়ে লিখুন NID <স্পেস> ফরম নাম্বার <স্পেস> দিন-মাস-বছর এই ফরমেটের সঠিক জন্ম তারিখ।

 

সর্বশেষ সেন্ট করে দিন ১০৫ নাম্বারে।

 

তবে আশাকরি এটাও জানিয়ে দেওয়া হবে যে, আপনার ভোটার আইডি কার্ড কিভাবে কালেক্ট করবেন এবং অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় কিংবা করবেন কিনা।

 

 

মোবাইল দিয়ে Nid card যাচাই:

 

 

আবার অনেকেই মনে করে তাকে হয়তো কম্পিউটারে পড়া যায় আমার মোবাইলে পারা যাবে না।

আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন,

 

কেননা কম্পিউটার কিংবা ল্যাপটপের চেয়ে মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করা অনেক সহজ।

 

যেহেতু অনলাইন জিডি যে অ্যাপসটা রয়েছে সেটা মোবাইলেই পাওয়া যায় তোর মোবাইলেই অপরচুনিটি বেশি।

 

মোবাইলে জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে একটা একাউন্ট করুন আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার/স্লিপ নাম্বার,

 

মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন ইত্যাদির মাধ্যমে এবং জাতীয় পরিচয় পত্র চেক করুন।

 

জাতীয় পরিচয় পত্র যাচাই করব কিভাবে?

 

 

সাধারণত সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ‘পরিচয়’ নামের ব্যবহার করে কোন ব্যক্তি বা কর্মচারীর পরিচয় নিশ্চিত করে।

 

পরিচয় নামের অ্যাপ বা www.porichoy.gov.bdএই ওয়েবসাইট ব্যবহার করে কোন ব্যক্তির তথ্য যাচাই-বাছাই করা হয় এ ক্ষেত্রে প্রাথমিকভাবেই ব্যক্তির নাম,

 

মা বাবার নাম, বয়স এবং ঠিকানা যাচাই করা যায়।

 

জাতীয় পরিচয়পত্র যাচাই করণ পদ্ধতি কি?

 

 

আপনার মোবাইল থেকে অনলাইন জিডি অ্যাপটা ডাউনলোড করুন, ওপেন করে Nid number এবং date of birth দিন এবং জাতীয় পরিচয় পত্র যাচাই বাটনে ক্লিক করে jachai করে নিন।

 

 

শেষ কথাঃ

 

 

আমরা যথাসাধ্য চেষ্টা করেছি অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আপনাদের অবগত করার।

 

আপনাদের সুবিধার্থে একাধিক পদ্ধতি দেখানো হয়েছে। এযাইহোক,

 

আশাকরি এই পদ্ধতিগুলো অনুসরণ করে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার মাধ্যমে আপনার এন আইডি এর আসল-নকলের সঠিক তথ্য খুঁজে বের করতে সক্ষম হবেনl

2 Comments

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *