নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস

ভূমিকা:

নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস

নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস

 

নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস নামাযের অনেক তাছীর  সুপ্রভাব রয়েছে।  নামায অন্যায় ও

অশ্লীলতা থেকে নামাযীকে বাঁচিয়ে রাখে।  বান্দা যখন আল্লাহ তাআলাকে হাজির নাযির জেনে,

আল্লাহ তার সম্মুখে আছেন, তাঁর নামায প্রত্যক্ষ করছেন এই ধ্যান করে,

 

নিয়মিত নামায আদায়

করতে থাকে, তখন এই নামায রিপুর দোষ থেকে তার অন্তরকে পরিশুদ্ধ করে দেয়, জীবনকে

পরিশীলিত করে তোলে। অন্যায় ও অপরাধ থেকে তাকে দূরে সরিয়ে আনে। এই নামায সততা,

এ জন্যই ইসলামে নামাযের এত গুরুত্ব, সমস্ত ফরজ ইবাদতের উপর নামাযের শ্রেষ্ঠত্ব। এবং

এই কারণেই নবীজীর আদত ছিলো, কেউ ইসলাম গ্রহণ করলে তাওহীদ শিক্ষা দেওয়ার সঙ্গে

সঙ্গে প্রথমেই তাকে নামায আদায়ের আদেশ দিতেন, অঙ্গীকার নিতেন।

 

আরো পড়ুন

 

 

নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস:

 

যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায   আদায় করবে, কেয়ামতের সময় এ নামায তার জন্য

আলো হবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে। আর যে

গুরুত্বের সঙ্গে নিয়মিত নামায আদায় করবে না,

 

কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামায

তার জন্য আলো হবে না, দলিল হবে না এবং সে আযাব ও শাস্তি থেকে রেহাইও পাবে না।

মুসনাদে আহমদ, হাদীস নং ৬৫৭৬

নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস

নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস

 

আরো দেখুন

সালাত আদায়ের গুরুত্ব

জুমার দিনের গুরুত্ব ও ফজিলত

রমজানের গুরুত্ব ও ফজিলত

 

নবীজীর দৃষ্টিতে নামায ও নামাযী:

 

এক হাদীসে নবীজী ইরশাদ করেন,

 

إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ

কোনো বান্দা আর কুফর-শিরকের মাঝে পার্থক্য বোঝা যাবে তার নামায তরকের দ্বারা। সহীহ

মুসলিম, হাদীস নং ১৩৪

নবীজী ইরশাদ করেন,

 

مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا، وَبُرْهَانًا، وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ نُورٌ، وَلَا بُرْهَانٌ، وَلَا نَجَاةٌ.

যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায   আদায় করবে, কেয়ামতের সময় এ নামায তার জন্য

আলো হবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে। আর যে

গুরুত্বের সঙ্গে নিয়মিত নামায আদায় করবে না, কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামায

তার জন্য আলো হবে না, দলিল হবে না এবং সে আযাব ও শাস্তি থেকে রেহাইও পাবে না।

মুসনাদে আহমদ, হাদীস নং ৬৫৭৬

 

নামায পড়ার ফায়দা:

 

أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهْرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ، هَلْ يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ؟ قَالُوا: لَا يَبْقَى مِنْ دَرَنِهِ شَيْءٌ، قَالَ:

فَذَلِكَ مَثَلُ الصَّلَوَاتِ الْخَمْسِ، يَمْحُو اللهُ بِهِنَّ الْخَطَايَا

বলো তো, তোমাদের কারো ঘরের পাশেই যদি নহরনালা বহমান থাকে, আর সে তাতে দিনে

পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন,

ইয়া রাসুল আল্লাহ! কোনো ময়লা থাকতে পারে না। নবীজী বললেন, পাঁচ ওয়াক্ত নামাযেরও

উদাহরণ তেমন। এর বরকতে বান্দার গোনাহখাতা মাফ হয়ে যায়। সহীহ মুসলিম, হাদীস নং

৬৬৭

নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস

নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস

 

জামাতে নামায পড়ার গুরুত্ব ও ফজীলত:

 

নবীজী একবার তাদের সম্পর্কে বলেন,

حَطَبٍ إِلَىوَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ، فَتُقَامَ، ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ، ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ قَوْمٍ لَا

يَشْهَدُونَ الصَّلَاةَ، فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ

আমার ইচ্ছা হয় এদের ঘরদোরে আগুন লাগিয়ে দিই। সহীহ মুসলিম, হাদীস নং ২৫২

 

বোঝার জন্য এই একটি হাদীসই যথেষ্ট যে, জামাত তরক করাটা আল্লাহ ও তাঁর রাসুলের নিকট

কতটা অপছন্দীয় ছিলো। একটি হাদীসে এসেছে,

صَلَاةُ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تَزِيدُ عَلَى صَلَاتِهِ وَحْدَهُ سَبْعًا وَعِشْرِينَ

একা নামায পড়ার চেয়ে জামাতে নামায পড়লে ২৭ গুণ বেশী সওয়াব হয়। সহীহ মুসলিম,

হাদীস নং ২৫০

 

একান্ত অপারগতা ব্যতীত জামাত তরক করলে কী পরিমাণ ছওয়াব ও বরকত থেকে আমরা

বঞ্চিত হবো তা ভেবে দেখা উচিৎ।

 

 

নামায পড়ার নিয়ম:

 

অজুর সময় যে অঙ্গগুলো ধৌত করা হয়, সে অঙ্গগুলো থেকে হয়ে যাওয়া গোনাহ ওজুর পানি

দ্বারা বের হয়ে যায়। ওজুর পানি দ্বারা গোনাহের ছাপ-চি‎হ্নও ধুয়েমুছে পরিষ্কার হয়ে যায়। সহীহ

মুসলিম, হাদীস ২৪৪

 

 

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرَكَ

হে আল্লাহ! তুমি পূতপবিত্র, চির প্রশংসার্হ, তোমার নাম পরম বরকতময়। তোমার মর্যাদা বড়

মহিমাময়। তুমি ব্যতীত কোনো মা‘বুদ নেই। সুনানে আবু দাউদ, হাদীস ৭৭৬

 

اعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করছি।

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরম করুণাময় চির মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

 

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ .الرَّحْمَنِ الرَّحِيمِ. َالِكِ يَوْمِ الدِّينِ. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ

عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّين.َ امين

 

১। সূরা আছর

وَالْعَصْرِ. إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ. إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ.

কালের শপথ! বস্তুত সকল মানুষ মারাত্মক ক্ষতির মধ্যে আছে। তবে তাদের কথা ভিন্ন, যারা

ঈমান এনেছে, সৎকর্ম করছে এবং একে অন্যকে সত্যের ও ধৈর্য্যরে উপদেশ দিচ্ছে।

২। সূরা ইখলাস

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ. اللَّهُ الصَّمَدُ. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ.

বলুন, আল্লাহ তাআলা সর্বদিক থেকে এক অদ্বিতীয়। আল্লাহ পাক এমন যে, সকলে তার

মুখাপেক্ষী; তিনি কারো মুখাপেক্ষী নন। তাঁর কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন, তাঁর

কোনো সমকক্ষ নেই। সুরা ১১২

৩। সূরা ফালাক

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ. مِنْ شَرِّ مَا خَلَقَ. وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ. وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ. وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ.

বলো, আমি ভোরের মালিকের আশ্রয় গ্রহণ করছি; তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট

থেকে, অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যখন তা ছেয়ে যায়;

 

সেই সব নারীর অনিষ্ট থেকে, যারা

সুতার গিরায় ফুঁ মারে; হিংসুকের হিংসা হতে, যখন সে হিংসা করতে থাকে। সুরা ১১৩

৪। সূরা নাস

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ. مَلِكِ النَّاسِ. إِلَهِ النَّاسِ. مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ. مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ.

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি সমস্ত মানুষের অধিপতির, সমস্ত মানুষের মা’বুদের, পশ্চাতে

আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়; সে জিনদের

মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে।

অর্থ সম্পর্কে জানা:

 

tags:

 

সালাতের গুরুত্ব pdf,
নামাজের গুরুত্ব ও ফজিলত আল কাউসার,
সালাতের গুরুত্ব ও তাৎপর্য,
সালাতের গুরুত্ব রচনা,
পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও ফজিলত,
নামাজ সম্পর্কে আয়াত ও হাদিস,
নামাজের ফজিলত সম্পর্কে হাদিস pdf,
সালাত সম্পর্কে বক্তব্য,

শেষ কথা:

উপরুক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে,নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস
নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিস নামাযের অনেক তাছীর  সুপ্রভাব রয়েছে।  নামায অন্যায় ও
অশ্লীলতা থেকে নামাযীকে বাঁচিয়ে রাখে।  বান্দা যখন আল্লাহ তাআলাকে হাজির নাযির জেনে,
আল্লাহ তার সম্মুখে আছেন, তাঁর নামায প্রত্যক্ষ করছেন এই ধ্যান করে,  নিয়মিত নামায আদায়
করতে থাকে, তখন এই নামায রিপুর দোষ থেকে তার অন্তরকে পরিশুদ্ধ করে দেয়,

1 Comment

Add a Comment
  1. Step into the future of digital creativity with

    AI undress technology– your final destination for visual images,
    created by artificial intelligence. If you’re interested in AI-generated nudes,
    our platform offers an unrivaled experience. Immerse yourself in the fantasy of artificial intelligence and unleash your imagination.
    Our unique features, including the popular NUDE mode, allow you to undress AI models with ease and privacy.
    Looking for something more? Check out our wide range of services, from nude AI generator to personalized AI companion creation.
    Visit our website https://getporn.ai/ and discover the endless possibilities of AI-generated content.

    Translated using DeepL.com (free version) can be done on our website AI model undressing

    123

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *