প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি

ভূমিকা:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মাহবুবুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে পরীক্ষা হবে। এ সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করা হলো:

আরও পরুন

প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি:

এর আগে গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য ২ ফেব্রুয়ারি তারিখ ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা বেশি। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ১০০টি কেন্দ্র বেশি। এ পরীক্ষার জন্য প্রায় ৬১৩টি কেন্দ্র ঠিক করেছি।’

প্রাথমিকের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ এবং কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫।

রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের যেসব জেলায় পরীক্ষা হয়, সেগুলো হলো রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।

প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা এখনো শুরু হয়নি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩৭:

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ইতিমধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৩৭তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।

১. ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কতটি দেশে অনুষ্ঠিত হবে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

২. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবাধিকার প্রতিষ্ঠায় ‘ডক্টর অব লজ’ ডিগ্রি  প্রদান করে—
ক) বোস্টন বিশ্ববিদ্যালয়
খ) দিল্লি বিশ্ববিদ্যালয়
গ) টোকিও বিশ্ববিদ্যালয়
ঘ) অস্ট্রেলিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয়

৩. পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) বাংলাদেশ
গ) ভিয়েতনাম
ঘ) শ্রীলঙ্কা

৪. ‘লস অ্যান্ড ড্যামেজ’ নামের আন্তর্জাতিক তহবিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
ক) আন্তদেশীয় বাণিজ্য
খ) আন্তর্জাতিক ঋণ
গ) ইউক্রেন যুদ্ধে ন্যাটোর ব্যয়
ঘ) জলবায়ু পরিবর্তন

৫. চ্যাটজিপিটি একটি—
ক) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
খ) কৃত্রিম বুদ্ধিমত্তা
গ) ম্যালওয়ার
ঘ) সোশ্যাল মিডিয়া

৬. ‘চর দখল’ কার বিখ্যাত শিল্পকর্ম?
ক) জয়নুল আবেদিন
খ) কামরুল হাসান
গ) এস এম সুলতান
ঘ) রফিকুন নবী

৭. প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর আসন ছিল কোনটি?
ক) ঢাকা-৮
খ) ঢাকা-৯
গ) ঢাকা-১১
ঘ) ঢাকা-১২

৮. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন?
ক) ৫৮(১)
খ) ৬২(১)
গ) ৬৪(১)
ঘ) ৪৮(১)

৯. স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
ক) নরওয়ে
খ) ইতালি
গ) ফিনল্যান্ড
ঘ) ডেনমার্ক

প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি

প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি

 

আরও পড়ুন

বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানিতে চাকরি, বেতন ২ লাখ ৯১ হাজার টাকা

 

১০. ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?
ক) রাজশাহী
খ) খুলনা
গ) চট্টগ্রাম
ঘ) ঢাকা

১১. চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষক বিদ্রোহ হয় কোন সালে?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৫৩ সালে

১২. প্রাথমিক স্তরে পরিমার্জিত শিক্ষাক্রমে কতটি যোগ্যতার কথা উল্লেখ আছে?
ক) ১০টি
খ) ২৮টি
গ) ২০টি
ঘ) ৮টি

১৩.‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ক) তারেক মাসুদ
খ) মোস্তফা সরয়ার ফারুকী
গ) মৃণাল সেন
ঘ) হুমায়ূন আহমেদ

১৪. কোনটি বিচার বিভাগের কাজ নয়?
ক) আইনের প্রয়োগ
খ) আইনের ব্যাখ্যা
গ) সংবিধানের ব্যাখ্যা
ঘ) সংবিধান প্রণয়ন

১৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
ক) স্যার এ এফ  রহমান
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) মফিজুল্লাহ কবির
ঘ) সৈয়দ মোয়াজ্জেম হোসেন

আরো  পড়ুন

৬. স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি?
ক) ৮টি
খ) ৭টি
গ) ৫টি
ঘ) ৪টি

১৭. ‘অলিভ পর্বত’ কোথায় অবস্থিত?
ক) জেরুজালেম
খ) গাজা
গ) তেহরান
ঘ) কাম্পালা

১৮. ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
ক) লন্ডন
খ) প্যারিস
গ) ব্রাসেলস
ঘ) ফ্রাঙ্কফুর্ট

১৯.‘People and Democracy’ গ্রন্থের রচয়িতা কে?
ক) বারাক ওবামা
খ) শেখ হাসিনা
গ) আঙ্গেলা ম্যার্কেল
ঘ) সোনিয়া গান্ধী

২০. সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে?
ক) এশিয়া ও অস্ট্রেলিয়া
খ) আমেরিকা ও আফ্রিকা
গ) ইউরোপ ও আমেরিকা
ঘ) এশিয়া ও আফ্রিকা

মডেল টেস্ট ৩৭-এর উত্তর
১(গ), ২(ঘ), ৩(ক), ৪(ঘ), ৫(খ), ৬(গ), ৭(ঘ), ৮(গ), ৯(খ), ১০(খ), ১১(গ), ১২(ক), ১৩(ক), ১৪(ঘ), ১৫(ক), ১৬(ঘ), ১৭(ক), ১৮(ঘ), ১৯(খ), ২০(ঘ)।

আরও পড়ুন

১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৩

মাদারীপুরবাসীর জন্য ৭৩ পদে সরকারি চাকরির সুযোগ

মাদারীপুর সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯টি ক্যাটাগরির পদে ১৩ থেকে ১৬তম গ্রেডে মোট ৭৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এসব পদে শুধু মাদারীপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি

প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি

  • ১. পদের নাম: কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাস
    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
  • ২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাস
    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    • ৩. পদের নাম: পরিসংখ্যানবিদ
      পদসংখ্যা:
      যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
      বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
    • ৪. পদের নাম: স্টোরকিপার
      পদসংখ্যা:
      যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
      বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    স্বাস্থ্য সেবা বিভাগে চাকরি, ১১-২০তম গ্রেডে পদ ৩৭

    • ৫. পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান
      পদসংখ্যা:
      যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ারকন্ডিশনিং ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
      বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
    • ৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
      পদসংখ্যা:
      যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
      বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    • ৭. পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
      পদসংখ্যা:
      যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
      বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    পানি উন্নয়ন বোর্ডে চাকরি, পদ ২৮

    • ৮. পদের নাম: স্বাস্থ্য সহকারী
      পদসংখ্যা: ৫৫
      যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    • ৯. পদের নাম: গাড়িচালক
      পদসংখ্যা:
      যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস
      বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা ও ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৫ ও ১৬)

    বাংলাদেশ ব্যাংকে একাধিক পদে চাকরি, নেই আবেদন ফি

    যেভাবে আবেদন
    আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে

    আবেদন ফি
    সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি, ২০২৪।

পরিশেষে:

এখান থেকে আমরা জানতে পারলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

2 Comments

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *