বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট রামু কক্সবাজারের রাজস্ব খাতের অধীন একাধিক অস্থায়ী পদে জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ১০ম থেকে ১৩তম গ্রেডে ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল রোববারের মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
- ১. পদের নাম: জিআইএস অ্যানালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞান/পরিসংখ্যান/ভূগোল/নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিসহ জিআইএস ম্যাপিংয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
- ২. পদের নাম: ডাটা অ্যানালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/সমাজবিজ্ঞান/ভূগোল/গণিত/নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিসহ ডাটা প্রসেসিং ও কম্পিউটার পরিচালনায় অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) - ৩. পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
রামপাল বিদ্যুৎকেন্দ্রে চাকরি, আবাসনসহ বেতন ১ লাখ ৬৫ হাজার
- ৪. পদের নাম: নার্স
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাসসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অথবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
- ৫. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)- ৬. পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৮
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন প্রথম বিভাগে এইচএসসি বা সমমান বা প্রথম বিভাগে এসএসসি বা সমমান পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
বয়সসীমা
প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১০ ডিসেম্বর উল্লিখিত বয়সসীমার মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরম স্বহস্তে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিস চলাকালীন সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা নোটিশ বোর্ড ও ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা চার কপি ৫ বাই ৫ সেন্টিমিটার সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। আবেদন ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যপ্রমাণের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ এবং অন্যান্য রেকর্ডপত্রের এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। সব সার্টিফিকেট ও রেকর্ডপত্রের ফটোকপি সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার সিলে অবশ্যই নাম ও পদবি উল্লেখ থাকতে হবে। খামের ওপর প্রার্থীর নিজের নাম, ঠিকানাসহ আবেদনকৃত পদের নাম এবং নিজ জেলার নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে। প্রার্থীর যোগাযোগের ঠিকানাসংবলিত ৯.৫ ইঞ্চি বাই ৪.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটসহ আবেদনপত্রের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। ২০২২ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদে যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের আর আবেদন করার প্রয়োজন নেই। আগের আবেদন যাচাই–বাছাই করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে।আবেদন ফি
মহাপরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, রামু, কক্সবাজারের অনুকূলে ২০০ টাকার অফেরতযোগ্য যেকোনো তফসিলি ব্যাংকে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং ইস্যুকৃত ব্যাংক ও শাখার নাম আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে।আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, লিয়াজোঁ অফিস, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৭ম তলা), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭।
আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২৪।
আরও পড়ুন
নেসকোতে চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ২২ হাজার, আবেদন করুন দ্রুত:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসিতে (নেসকো) একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী সোমবার। এ প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ৭ জনকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- ১. পদের নাম: জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআরডি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর অথবা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন অথকা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে ৫ বছর এবং অন্তত ডিজিএম পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টিকিউএম ও করপোরেট গভর্ন্যান্সে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫৭ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ১,২২,০০০ টাকা (গ্রেড-৩)- ২. পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (লিগ্যাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট অথবা আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে ৪ বছর এবং ম্যানেজার পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, টিকিউএম, করপোরেট গভর্ন্যান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে বিস্তর জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ১,০৫,০০০ টাকা (গ্রেড-৪)- ৩. পদের নাম: প্রধান শিক্ষক (হাইস্কুল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি থাকতে হবে। ১৫ বছর এমপিও পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে তালিকাভুক্ত প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষক পদে কোনো হাইস্কুল বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
মূল বেতন: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা (গ্রেড-৭)
- ৪. পদের নাম: সহকারী শিক্ষক (হাইস্কুল)
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি থাকতে হবে। অথবা গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ৩২,০০০ টাকা (গ্রেড-৯
- ৩. পদের নাম: প্রধান শিক্ষক (হাইস্কুল)
- ২. পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (লিগ্যাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স)
- ৫. পদের নাম: প্রধান শিক্ষক (প্রাইমারি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক, স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ২৭,০০০ টাকা (গ্রেড-১০) - ৬. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাইমারি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ১৮,০০০ টাকা (গ্রেড-১৪)
অন্যান্য সুযোগ-সুবিধা: মূল বেতন ছাড়াও সব পদের জন্য বাসাভাড়া, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটির আর্থিক সুবিধা, গ্র্যাচুইটি, মেডিকেল ভাতাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নেসকোর ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটে লগইনের পর ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। গত নভেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা এসব পদে আবেদন করেছেন, তাঁদের আর আবেদনের প্রয়োজন নেই। - ৬. পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
Insightful piece
Outstanding feature
Pingback: মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি