প্রথেমেই যারা টরেন্ট সম্পর্কে জানেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা জানেন না তাদের জন্যই এই পোষ্ট।
বর্তমানে ফাইল শেয়ারের জন্য জনপ্রিয় মাধ্যম হলো টরেন্ট। কি নেই এখানে? আপনি যা চাইবেন তার সব কিছুই পাবেন টরেন্ট এর মাধ্যমে। গেমস, মুভি, মিউজিক ভিডিও, সফটওয়ার আরো কত কি।
প্রথেমেই জেনে নেই টরেন্টে ব্যাবহার করা কয়েকটি শব্দার্থ।
- Torrent কি? : P2P ফাইল শেয়ার।
- P2P কি? : Peer 2 Peer.
- Peer কি? : যে একি সময়ে ডাওনলোড ও আপলোড করে।
- Seeds কি? : যে আপলোড করে।
- Client কি? : যে সফটওয়ারের মাধ্যমে টরেন্ট ডাওনলোড করা হয়।
- Tracker কি? : যে সার্ভারে টরেন্ট ফাইলটা রাখা হয় অর্থাৎ ট্রাকার হলো মাধ্যম।
যাই হোক এবার আসি কিভাবে ডাওনলোড করবো।
ধাপ ১ : প্রথমে qbittorrent(রিকোমেন্ডেড) /U-Torrent /BitTorrent যেকোনো একটি এপ্স নামিয়ে ইনস্টল করুন।
ধাপ ২ : গুগল ক্রোম ব্রাউজারে(রিকোমেন্ডেড) 1337x(ডট)to এ গিয়ে কাংখিত মুভি/ সিরিজ এর সঠিক নাম লিখে সার্চ দিন।
(ডট) এর পরিবর্তে . ব্যাবহার করুন। আরো সাইট আছে যেগুলো থেকে ও ডাওনলোড করেতে পারবেন।
ধাপ ৩ : এই ধাপটি বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই ধাপেই আপনি ঠিক করে নিবেন কোন ফরমেটের, সাইজের বা প্রিন্টের মুভি ডাওনলোড করবেন।
কোন প্রিন্ট ডাওনলোড করবেন?
Pre/Screen/P- dvd / CamRip/HDcamRip DVD-Scr/HD-Tv Rip/Pre-DVD ইত্যাদি লেখা যাবতীয় মুভি ডাওনলোড করার দরকার নেই। এগুলার সাইজ যতই বড় হোক না কেন, সব হল প্রিন্ট।
HD-Rip/Web-Rip/Blue-Ray/BRRip/DVD Rip ইত্যাদি লেখা গুলো ডাওনলোড করে নিন। এগুলো ভালো প্রিন্ট।
কোন রেজুলেশান নামাবেন?
বড় স্ক্রিন আর আনলিমিটেড ওয়াইফাই বা ডাটা থাকলে ১০৮০পি ডাওনলোড করুন। সবচেয়ে ঝকঝকা প্রিন্ট। আর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লেভেলের। সাইজ ১.৫ জিবি থেকে ২.৫ জিবি পর্যন্ত হতে পারে।
মোবাইলে দেখার জন্য ৪৮০পি ডাওনলোড করুন। সাইজ ৪০০-৬০০ এমবির ভেতর সাইজ। তবে এই সাইটে নেই।
কিন্তু আমার পছন্দ ৭২০পি। কারন ৭২০ আর ১০৮০ এর ভেতর কোয়ালিটির তেমন পার্থক্য নেই। বড় স্ক্রিনেও মানান সই। সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো লেভেলের। ৭০০ এমবি থেকে ১.৫ জিবি পর্যন্ত হতে পারে সাইজ।
কখন আসে ভাল প্রিন্ট?
কোন মুভির সাধারনত ভালো প্রিন্ট আসতে ৩ মাস লেগে যায়। তবে নেটফ্লিক্সের মুভি গুলো ১ থেকে ৭ দিনের ভেতরই ভালো প্রিন্ট চলে আসে।
৩ নাম্বার ধাপ অনুযায়ী সাইজ/প্রিন্ট দেখে ক্লিক করুন। খেয়াল রাখবেন মুভিটার সিড বা লিচের সংখ্যা। যত বেশি সিড লিচ তত বেশি ডাউনলোড স্পীড।
ধাপ ৪ : ∩ MAGNATE DOWNLOAD তে ক্লিক করুন।
খেয়াল করবেন ম্যগনেটে ক্লিক করলে আলাদা ট্যাব ওপেন হতে পারে। কিন্তু আপনি প্রথম ট্যাবেই ফিরে যাবেন এবং ম্যগনেটেই ক্লিক করবেন।
ধাপ ৪ : ∩ MAGNATE DOWNLOAD তে ক্লিক করার পর অটোমেটিক টরেন্ট এপস খুলে মুভি ডাওনলোড শুরু হবে।
এবার নির্দিষ্ট সময় শেষে আপনার মুভি ডাওনলোড শেষ হবে।
ডাওনলোড সংক্রান্ত কোন সমস্যা হলে বিনা দ্বিধায় কমেন্ট করুন।
আপনার কোন বন্ধু যদি টরেন্ট থেকে মুভি ডাওনলোড করতে না পারে তার সাথে পোষ্টটি শেয়ার করুন।