টাকা কাকে বলে
টাকা কাকে বলে আমরা জানতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে টাকা আসলে কি এটা কাকে বলে টাকা দিয়ে মানুষ কি করে টাকা দিয়ে কি হয়l
এসব সম্পর্কে ভালো আলোচনা করবl টাকা হল মানুষের হাতের গড়া মানুষ এটাকে তৈরি করে কাগজের তৈরি এই কাগজ তৈরি থেকে কাগজ তৈরি হয় বাস থেকে আর কাগজের মাধ্যমে অনেক কিছু তৈরি হয়, আর এই কাগজের মাধ্যমে টাকা তৈরি হয়l টাকা কাকে বলে
আর এই টাকা দিয়ে মানুষের চাহিদা মেটানো সম্ভব মানুষ নয়ন ভরে এটাকে দেখে শান্তি লাভ করে থাকে এবং বলতে থাকে এটাই শেষ সম্বল এটা যদি হারিয়ে ফেলি তাহলে আমাদের শেষ বলে কিছু থাকবে না তাই মানুষ এই টাকাকে শ্রদ্ধাশীল হিসেবে দেখে
এবং ভালো পরিমাণ টাকা অপার্জন করার জন্য ছুটে বেড়াই,
তাহলে ঘুরতেই থাকে মানুষ এই টাকার পিছনেl মানুষ এই টাকার পিছনে অনেক সময় দিয়ে থাকি যে যে কোন মূল্য নেই এই টাকা ধরতে হবে টাকা না ধরলে মানুষ কি করে খাবেl